Home » আইসল্যন্ডে জনসংখ্যার অর্ধেকই করোনায় আক্রান্ত

আইসল্যন্ডে জনসংখ্যার অর্ধেকই করোনায় আক্রান্ত

পৃথিবীর প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে করোনা। সময়ের সাথে সাথে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। আইসল্যান্ডের শতকরা ১০ ভাগ জনগণের করোনা ধরা পড়েছে। দেশটির ৩৬ হাজার ৪১৩ মানুষের করোনা টেস্ট করা হয়েছে। এতে অর্ধেক মানুষের করোনা পজেটিভ এসেছে।  এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৭।

দ্বীপ রাষ্ট্র আইসল্যান্ডে ১ হাজার৬শ জনের করোনা পজেটিভ রোগী ধরা পড়েছে। এর মধ্যে অর্ধেক মানুষের শরীরে কোন ধরণের লক্ষণ ছিল না। তবে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা হিসেব করলে দেশটিতে করোনা সংক্রমণের হার দাঁড়ায় ০.০০৪ যা অন্যান্য অনেক দেশের চেয়ে কম।

তবে করোনার এই তাণ্ডবের মধ্যেও স্বাভাবিক জীবন যাপন করছে আইসল্যান্ডের মানুষ। খোলা আছে ব্যবসায় প্রতিষ্ঠান ও অন্যান্য দোকান। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে সেই সাথে ২০ জনের বেশি এক জায়গায় জমায়েত হওয়ার প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সৌজন্যে : কালের কণ্ঠ

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *