Home » কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্য গ্রেফতার

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্য গ্রেফতার

কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ০১ টি চোরাই মোটরসাইকেলসহ ০১ জন মোটরসাইকেল চোর চক্রের চিহ্নিত সদস্য গ্রেফতার।

০৭ এপ্রিল ২০২০খ্রিঃ তারিখ বেলা আনুমানিক ০২.৪০ ঘটিকার সময় অত্র থানাধীণ বাগবাড়ী¯’ পিডিপি স্কুলের সামনে হইতে একটি ঋত-২, মোটর সাইকেল যাহার রেজিঃ নং- সিলেট-ল-১২-০৮৯০ চুরি করে নিয়ে যায়।

উক্ত ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সেলিম মিঞা সাহেবের দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ১০এপ্রিল ২০২০খ্রিঃ তারিখ ২৩:০৫ ঘটিকায় সিলেট জালালাবাদ থানাধীন কালিবাড়ী এলাকা হইতে ০১ জন চিহ্নিত মোটর সাইকেল চোরকে গ্রেফতার ও তাহার হেফাজত হইতে চোরাই বর্ণিত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।​

​আটককৃত ব্যক্তি হলো ১। শফিকুল ইসলাম শফিক (২৬) পিতা-স্বপন মিয়া, সাং-বনকলাপাড়া, নূরানী-১২/১২ সি এর ভাড়াটিয়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।

​উক্ত ঘটনার বিষয়ে জনাব রুমান কবির (২৪) বাদী হইয়া কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দাখিল করিলে, কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৯ তারিখ-১০এপ্রিল ২০২০খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। 

আটককৃত আসামীকে বর্ণিত মামলায় গ্রেফতার দেখাইয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

১। শফিকুল ইসলাম শফিক (২৬) পিতা-স্বপন মিয়া, সাং-বনকলাপাড়া, নূরানী-১২/১২ সি এর ভাড়াটিয়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।

​উক্ত ঘটনার বিষয়ে জনাব রুমান কবির (২৪) বাদী হইয়া কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দাখিল করিলে, কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৯ তারিখ-১০এপ্রিল ২০২০খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। আটককৃত আসামীকে বর্ণিত মামলায় গ্রেফতার দেখাইয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *