কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ০১ টি চোরাই মোটরসাইকেলসহ ০১ জন মোটরসাইকেল চোর চক্রের চিহ্নিত সদস্য গ্রেফতার।
০৭ এপ্রিল ২০২০খ্রিঃ তারিখ বেলা আনুমানিক ০২.৪০ ঘটিকার সময় অত্র থানাধীণ বাগবাড়ী¯’ পিডিপি স্কুলের সামনে হইতে একটি ঋত-২, মোটর সাইকেল যাহার রেজিঃ নং- সিলেট-ল-১২-০৮৯০ চুরি করে নিয়ে যায়।
উক্ত ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সেলিম মিঞা সাহেবের দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ১০এপ্রিল ২০২০খ্রিঃ তারিখ ২৩:০৫ ঘটিকায় সিলেট জালালাবাদ থানাধীন কালিবাড়ী এলাকা হইতে ০১ জন চিহ্নিত মোটর সাইকেল চোরকে গ্রেফতার ও তাহার হেফাজত হইতে চোরাই বর্ণিত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি হলো ১। শফিকুল ইসলাম শফিক (২৬) পিতা-স্বপন মিয়া, সাং-বনকলাপাড়া, নূরানী-১২/১২ সি এর ভাড়াটিয়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।
উক্ত ঘটনার বিষয়ে জনাব রুমান কবির (২৪) বাদী হইয়া কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দাখিল করিলে, কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৯ তারিখ-১০এপ্রিল ২০২০খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।
আটককৃত আসামীকে বর্ণিত মামলায় গ্রেফতার দেখাইয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
১। শফিকুল ইসলাম শফিক (২৬) পিতা-স্বপন মিয়া, সাং-বনকলাপাড়া, নূরানী-১২/১২ সি এর ভাড়াটিয়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।
উক্ত ঘটনার বিষয়ে জনাব রুমান কবির (২৪) বাদী হইয়া কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দাখিল করিলে, কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৯ তারিখ-১০এপ্রিল ২০২০খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। আটককৃত আসামীকে বর্ণিত মামলায় গ্রেফতার দেখাইয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।