রংপুরের বদরগঞ্জে নির্জন বাড়ি থেকে শাহ্ মো. সাইফুর রহমান বাপ্পি নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। সম্ভ্রান্ত পরিবারের ভবঘুরে এ সন্তান কয়েকদিন না খেয়ে ঘরবন্দি হয়ে ছিলেন বলে প্রতিবেশিদের ধারণা। তবে তিনি অসুস্থ ছিলেন কিনা, কিভাবে তার মৃত্যু ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যায় লাশ উদ্ধারের সময় পুলিশ হত্যা অথবা আত্মহত্যার আলামত পায়নি।
সূত্র জানায়, বদরগঞ্জ পৌরশহরের বালুয়াভাটা প্রফেসরপাড়ার বাসিন্দা সাইফুর রহমান বাপ্পি। তার পিতার নাম ডা. আব্দুর রাজ্জাক। এক সময়ের ফুটবল খেলোয়াড় বাপ্পি সর্বশেষ মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। শহরের একটি নির্জন বাড়িতে একাই থাকতেন তিনি। ভবঘুরে জীবনে তিনি হোটেলসহ স্বজনদের বাড়িতে খাওয়া দাওয়া করতেন। নিজ বাড়িতে রান্নার ব্যবস্থা ছিলনা। লাশ উদ্ধারের সময় দেখা যায় বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। ঘর ময়লা-আবর্জনায় ভরা। করোনা পরিস্থিতিতে বাইরে খাবারের সংস্থান না থাকায় বাপ্পি কয়েকদিন অভুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেশি আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে উৎকট গন্ধ বের হচ্ছিল বাড়িটি থেকে। এরপর শুক্রবার সন্ধ্যায় বিষয়টি যাচাইয়ে দেয়াল টপকে দেখা যায় বাপ্পির ঘরের দরজা খোলা। বিছানার ওপর মৃতদেহ পড়ে আছে।
ঢাকায় অবস্থানরত বাপ্পির ভগ্নিপতি রানা জানান, ৪ এপ্রিল হাত খরচের জন্য কিছু টাকা পাঠানো হয়েছিল বাপ্পিকে। এরপর আর যোগাযোগ হয়নি।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। স্বজনরা কেউ আসেননি। তাদের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।’
নির্বাহী সম্পাদক