আলমগীর মানিক,রাঙামাটিঃ রাঙামাটির জুড়াছড়ি উপজেলায় হেমন্ত চাকমা নামে এক ইউপি মেম্বারকে খুন করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত এগারোটার সময় বনযোগিছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ধামাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হেমন্ত চাকমা উক্ত ২নং ওয়াডের্র নির্বাচিত মেম্বার ছিলেন।
জুড়াছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাই জানিয়েছেন, হেমন্তকে গুলি করে কে বা কাহারা হত্যা করেছে এমনটা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।
স্থানীয় সূত্র জানিয়েছে, ধামাই পাড়াস্থ হেমন্ত চাকমার বাড়ির অদূরে একটি দোকানের সামনে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা চলে যায়।
নির্বাহী সম্পাদক