শাবি প্রতিনিধি:: বাংলাদেশে করোনা সনাক্তের আজ(০৯ এপিল) একমাস পূর্ণ হলো। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এমন মহামারী ভাইরাস সনাক্তকরণের পরীক্ষায় শুরু থেকেই পিছিয়ে আছে বাংলাদেশ। হাসপাতাল গুলোতে পর্যাপ্ত পরিমাণে ইকুইপমেন্ট ও কিটের ব্যবস্থা না থাকায় রোগ সনাক্তকরণে হচ্ছে বিলম্ব। দেশের এহেন সংকটময় মুহূর্তে নিজেদের ল্যাব, জনবল ও সার্বিক সক্ষমতা কাজে লাগিয়ে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় করোনা ভাইরাস সনাক্তকরণে বাংলাদেশের দশটি পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) ল্যাবের একটি হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
বৃহস্পতিবার(০৯ এপ্রিল) মুঠোফোনে আলাপকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা ইতিমধ্যে সরকারের সাথে যোগাযোগ করেছি। গতকাল চিঠি পাঠানো হয়েছে। ল্যাবের সার্বিক তত্বাবধানের খরচের জন্য বাজেট ও দেয়া হয়েছে। আমাদের ল্যাব সব প্রস্তুত কিন্তু ল্যাবের স্যাফটির যে মান তা লেভেল-৩ তে নিতে হবে। এটাকে উন্নিত না করতে পারলে হবে না। তাই ল্যাভেল-৩ তে নেয়ার জন্য যে ধরণের সরঞ্জাম লাগবে তা আমরা গতকাল জানিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, আজ শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমার কথা হয়েছিল। আমাদের ল্যাবে কী কী আছে আর কী কী লাগবে সেজন্য তারা ল্যাবটা সরেজমিনে পরিদর্শন করতে চায়। সম্ভবত দেশের দশটা ল্যাবের মধ্যে আমাদের টাও আছে। হয়তো দু’য়েকদিনের পরিদর্শন শেষে কাজ শুরু করে দেয়া হবে।
তিনি বলেন, আমাদের জিইবি ও বিএমবি বিভাগ স্বেচ্ছাসেবী হিসেবে তৈরি আছে। এটার ম্যানেজমেন্ট ও নিরাপত্তা সবচেয়ে জরুরী। আমরা যদি সরকারি ভাবে সহায়তা পাই এটা অনেক ভাল। আর যদি না পাই তাও আমরা এটা প্রস্তুত করে রাখবো। যখন প্রয়োজন হয় তখন যেন আমরা পাশে দাঁড়াতে পারি, পরীক্ষাগুলো আমরা করতে পারি।
সূত্র: সিলেট প্রতিদিন
বার্তা বিভাগ প্রধান