Home » সুস্থ হয়েও ফের করোনায় আক্রান্ত দিবালা ও তার বান্ধবী

সুস্থ হয়েও ফের করোনায় আক্রান্ত দিবালা ও তার বান্ধবী

কিছুদিন আগেই প্রা-ণঘা-তী করোনাভাইরাসে আ-ক্রা-ন্ত হন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি। এরপর কোয়ারেন্টাইন মেনে  চলেন এই দুইজন। পরবর্তীতে জানা যায় করোনামুক্ত হন তারা। কিন্তু এর তিনদিন যেতে না যেতে ফের করোনায় আ-ক্রা-ন্ত হয়েছেন দিবালা ও তার বান্ধবী। ইংলিশ ট্যাবলয়েড ‘দ্য সান’কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা স্বীকার করে দিবালার বান্ধবী বলেন, ‘নতুন তথ্য দিতে এসেছি আপনাদের, কারণ অনেকেই আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করছেন। মার্চ মাসের একুশ তারিখে আমি ও আমার সঙ্গী পাওলো দিবালার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ভিড-১৯ পরীক্ষায় দুজনের ফলাফলই পজিটিভ আসে।’ তিনি আরো বলেন, ‘তিন দিন আগে আমরা আবারও কোভিড পরীক্ষা করাই। সেবার ফলাফল নেগেটিভ আসল। কিন্তু গতকাল সকালে তৃতীয়বারের মতো পরীক্ষা করাতে গিয়ে আবারও আমাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। কোভিড টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।’ একবার করোনায় আ-ক্রা-ন্ত হলে দ্বিতীয়বার যে করোনায় আ-ক্রা-ন্ত হবেন না সেটা ভুল ধারণা। এ ব্যাপারে হুঁশিয়ার করে সাবাতিনি বলেন, ‘আমি জানি না কী কী করলে ফলাফল পজিটিভ হয় বা নেগেটিভ হয়। আমি জানি না আমাদের ফল নেগেটিভ কেন আসল, পজিটিভই বা কেন আসল। আমার মনে হয় কেউ যদি মনে করেন তিনি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে গিয়েছেন, তাঁর আরেকবার স্বাস্থ্যপরীক্ষা করার দরকার শতভাগ নিশ্চিত হওয়ার জন্য।’

তিনি আরো বলেন, ‘আমাদের দ্বিতীয়বারের মতো পজিটিভ হওয়া এটাই প্রমাণ করে, যে এই ভাইরাসটা সম্পর্কে আমরা কত কম জানি। আগে ভেবেছিলাম আমরা দিবালার সতীর্থ দানিয়েলে রুগানি দ্বারা আ-ক্রা-ন্ত হয়েছি। কিন্তু এবার আমি কোনো কিছু বুঝতে পারছি না। ১৫ দিনের কোয়ারেন্টিন শেষ করার পর এই ভাইরাসের আর থাকার কথা না।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *