করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে করোনার নানা উপসর্গ থাকায় এই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিলেট সদর উপজেলার একটি ইউনিয়নে এই ব্যক্তি তার এক বন্ধুর বাড়িতে আসেন। এই বাড়িতে আসার পর তার পাতলা পায়খানা, শ্বাসকষ্ট, কাশি ও গলায় ব্যথা থাকায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশের এক কর্মকর্তা শামসুদ্দিন আহমদ হাসপাতালে যোগাযোগ করেন শুক্রবার দুপুরে। হাসপাতাল কর্তৃপক্ষ একটি এ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে নিয়ে আসেন হাসপাতালে।
ডা. সুশান্ত জানান, এই ব্যক্তির শরীরে করোনার নানা উপসর্গ রয়েছে।
এদিকে কোভিড-১৯ এর উপসর্গ থাকায় সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নতুন করে দুই জন ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে একজন ও সন্ধ্যার দিকে আরেকজন করোনাভাইরাসের উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দু’জনের শরীরে জর, সর্দি ও কাশি রয়েছে।
সুশান্ত কুমার মহাপাত্র আরো জানান, হাসপাতালে নতুন ভর্তি হওয়া দু’জনই নারী। তাদের একজনের বয়স ৮০ ও অপরজনের বয়স ৪০-৫০ বছরের মধ্যে। এই দু’জনের মধ্যে একজনের বাড়ী সুনামগঞ্জ ও অপরজনের বাড়ী মৌলভীবাজারে।
সূত্র: সিলেটভিউ২৪ডটকম
বার্তা বিভাগ প্রধান