বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোন প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে।
বৃহস্পতিবার রাতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ বছর বয়সী এক প্রবাসী নাগরিক মারা গেছেন বলে এমন তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মত কোন প্রবাসী মারা গেছেন।তবে তিনি কোন দেশের নাগরিক সেটা এখনও জানা যায়নি।
দেশটিতে, গত ২৪ ঘন্টায় ৩৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এ নিয়ে মোট আক্রান্ত ৪৫৭ জন।যাদের মধ্যে ২৪৬ জন ওমানী নাগরিক ও ২১১ জন প্রবাসী। তবে প্রবাসীদের মধ্যে কোন দেশের নাগরিক আক্রান্ত হয়েছেন এমন তথ্য জানা যায়নি।
ওমানে করোনায় আক্রান্ত হয়ে প্রথম গত ৩১ মার্চ ৭২ বছর বয়সী একজন ওমানী নাগরিক মারা যান এবং ৪ই এপ্রিল দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটে তিনিও ৭২ বছর বয়সে ওমানী নাগরিক ছিলেন। সবশেষ ৯ই এপ্রিল প্রথমবারের মত ৪১ বছর বয়সী প্রবাসী নাগরিক মারা যান। মারা যাওয়া সবাই রাজধানী মাস্কাট শহরে বসবাসকারী ছিলেন।
এদিকে, ওমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৯ জন। এছাড়া করোনা আক্রান্ত দেড় বছরের শিশু সুস্থ হয়েছে বলে এমন তথ্য নিশ্চিত করেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বার্তা বিভাগ প্রধান