Home » চরম আতঙ্কে ব্রিটেন, করোনায় আক্রান্ত হতে পারে ৮০ শতাংশ নাগরিক

চরম আতঙ্কে ব্রিটেন, করোনায় আক্রান্ত হতে পারে ৮০ শতাংশ নাগরিক

গোটা বিশ্ব এখন কাঁপছে করোনাভাইরাসের প্রকোপে। এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে। এসব দেশে আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৫ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৯৫ হাজার ৭ শতাধিক মানুষের।

চীন, আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্সের পর প্রাণঘাতী করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে দিশেহারা যুক্তরাজ্যও। এরই মধ্যে দেশটিতে ৬৫ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এতে মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজার মানুষের।

এমন অবস্থায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসল আরও আতঙ্কের বার্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-বৈজ্ঞানিক উপদেষ্টা রূপার্ট শুট জানিয়েছে, প্রাণঘাতী এই ভাইরাসে ব্রিটেনে আক্রান্ত হতে শতকরা ৮০ ভাগ মানুষ।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রূপার্ট শুট বলেন, সুপারমার্কেটে বা নিজের বাড়িতে যতটা কাজের ঝুঁকি আছে কর্মক্ষেত্রে ততটা নেই। আমার ধারণা ৮০ শতাংশ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হবে। এখনও যদি না হয়ে থাকে তবে কিছুদিনের মধ্যেই হবে।

তিনি আরও বলেন, করোনা নিয়ে আমরা কিছু গোপন করছি না।

এদিকে সরকারের নির্দেশনা অমান্য করে এমন তথ্য প্রকাশ করায় কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র। তিনি বলেছেন, সরকারের উদ্দেশ্য করোনার প্রার্দুভাব রোধ করে যেভাবেই হোক মানুষের জীবন রক্ষা করা। সেক্ষেত্রে এমন তথ্য বিভ্রান্তির সৃষ্টি করছে।

সৌজন্যে : বিডি প্রতিদিন

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *