রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাড়ি থেকে দেয়াল টপকে পালিয়েছেন করোনা আক্রান্ত রোগীর ভাই। বৃহস্পতিবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। পলাতক ব্যক্তিকে মাইকিং করে খুঁজছে পুলিশ।
এ ব্যাপারে ধানমন্ডি থানার এডিসি গণমাধ্যমকে বলেন, হাজারীবাগ থানা এলাকায় লকডাউন করা একটি বাড়ি থেকে করোনায় আক্রান্তের ভাই দেয়াল টপকে পালিয়েছে। আর পুলিশ তাকে খুঁজতে মাইকসহ রাস্তায় ঘুরছে।
সৌজন্যে : বিডি প্রতিদিন
বার্তা বিভাগ প্রধান