Home » ব্যাক্তিগত গাড়ীকে গণপরিবহনে রূপান্তরিত করা গাড়ীর বিরুদ্ধে : ট্রাফিক পুলিশের অভিযান

ব্যাক্তিগত গাড়ীকে গণপরিবহনে রূপান্তরিত করা গাড়ীর বিরুদ্ধে : ট্রাফিক পুলিশের অভিযান

করোনা ভাইরাস সম্পর্কে সরকার কর্তৃক গণপরিবহন নিষিদ্ধ করা সত্তেও ব্যাক্তিগত গাড়ীকে গণপরিবহনে রূপান্তরিত করায় নগরীর সুবিদবাজার, তেমুখি ও আম্বরখানা পয়েন্টে ০৯ এপ্রিল ২০২০ খ্রিঃ তারিখে সকাল ১১.০০ ঘটিকা হতে ১৭.০০ ঘটিকা পর্যন্ত “সড়ক পরিবহন আইন/২০১৮খ্রিঃ” অনুযায়ী মামলা রুজু কার্যক্রম পরিচালিত হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আবুল খয়ের, টিআই/ নিখিল জিবন চাকমা, সার্জেন্ট/সুবির তালুকদার, সার্জেন্ট/ সুজন দেবনাথ, টিএসআই/ মোঃ ওয়াহেদ ও স্পেশাল টিম-১ অংশগ্রহণ করেন। নতুন সড়ক পরিবহন আইনে মামলা চলাকালে ১৭ টি সিএনজি ও ০৩ টি ব্যাটারি চালিত টমটম, ০২ টি ব্যাটারী চালিত রিক্সা ও ০১ টি মোটরসাইকেল ডাম্পিং এর মাধ্যমে পুলিশ লাইন্সে প্রেরণ করা হয়।

ঘরে থাকুন সুস্থ থাকুন, ঘরই সবচেয়ে নিরাপদ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *