Home » পাটগ্রামে ৪৭ জনের জরিমানা

পাটগ্রামে ৪৭ জনের জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত সামাজিক দূরত্ব না মেনে অযথা বাইরে ঘোরাফেরার কারণে আজ বুধবার দুপুরে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের কাঁঠালতলা এলাকায় ১৩ জনকে ৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছে। এ ছাড়াও গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর বাজারের বিভিন্ন পয়েন্টে ৩৪ ব্যক্তিকে ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা করে।

বুধবার দুপুরে বাউরা ইউনিয়নে নবীনগর কাঁঠালতলা এলাকায় পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মশিউর রহমানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।

এ সময় পাটগ্রাম থানার পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন। এ সময় তারা করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট বাজারে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা করেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমানের বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো হচ্ছে এবং যারা আইন না মেনে সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে অযথা ঘোরাফেরার করছে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে তাদেরকে জরিমানা করা হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *