করোনা ভাইরাস সংক্রমণরোধে প্রশাসন যেসব এলাকা লকডাউন করবে ওই এলাকায় সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে। বুধবার ০৮ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংক মৌখিকভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ তথ্য জানিয়েছে। পরে ব্যাংকগুলো এ সংক্রান্ত স্ব স্ব অফিসিয়াল আদেশ জারি করেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাসের সাংবাদিকদের বলেন, সবার আগে মানুষের জীবন। করোনার সংক্রমণ রোধে প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংক বন্ধ রাখা যাবে। সংক্রমিত এলাকায় মানুষের যাতায়াত বন্ধ রাখতে ব্যাংক বন্ধ করা যেতেই পারে।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী বলেন, লকডাউন ঘোষিত সব এলাকায় ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংক্রমিত এলাকায় ব্যাংক শাখা খোলা রাখার কোনো প্রশ্নই আসে না। ব্যাংকারদের নিরাপত্তার বিষয়টি সবার আগে প্রধান্য দেয়া দরকার।