আজ দুপুরে দারুল উলুম কানাইঘাট মাদরাসায় এক আলাপ চারিতায় আমীরে জমিয়তে উলামা, শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী বলেন, আজ মানবতা বড়ই অসহায়। তিনি বলেন, নোভেল করোনা ভাইরাসে যে সকল মুসলমান শাহাদাত বরন করছেন। তাদের অনেকের কাফন দাফন এমন কি জানাজা পর্যন্ত করা হচ্ছেনা।
ইহা বড়ই পরিতাপের বিষয়। হযরত শায়খে দুর্লভপুরী বলেন, কেহ যদি মনে করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন কারী ব্যক্তির গোসল, কাফন – দাফন এবং জানাজা করা যাবেনা ইহা সম্পুর্ণ অযৌক্তিক ও মানবতা বিরোধী কাজ। এ জন্য একটি সাহসী কাফেলা তৈরীর ব্যবস্থা করতে হবে। আমি আপনাদের সহযোগিতা চাই। হযরত শায়খে দুর্লভপুরী বলেন, প্রথমে কাফেলায় যারা নিরলস ভাবে কাজ করবে তাদের তালিকা তৈরী করবো। তার পর যাবতীয় ব্যবস্থাপনা করবো ইনশাআল্লাহ।।
এসময় উপস্থিত ছিলেন আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, মাওলানা বিলাল আহমদ, মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী, মাওলানা আব্দুল করিম, মাওলানা লিয়াকত আলী, মাওলানা আব্দুর রহীম প্রমুখ।
বার্তা বিভাগ প্রধান