প্রতিনিধি সাদিকুল আমিন শিপু : করোনার সংক্রমণ প্রতিরোধে কোম্পানীগঞ্জের অসহায় দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। মঙ্গলবার দিনভর উপজেলার বর্নি, বুড়দেও, নয়াগাঙেরপাড় গুচ্ছগ্রাম ও ভোলাগঞ্জ গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসপি ফরিদ উদ্দিন বলেন, আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে কোভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। এজন্য আমাদের সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।