কোথাও কেউ নেই! কফির জন্য দাঁড়িয়ে থাকে না কেউ। মেট্রোরেলের প্ল্যাটফর্মে চেনা ভিড় উধাও। রেস্তোরাঁ ও পানশালা বন্ধ। কোথাও কোনও ব্যস্ততা নেই। শুধু উড়ে বেড়ায় কবুতর ও শঙ্খচিল। নির্জন সড়কে জ্বলে বিলবোর্ডের নিয়ন আলো। জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর সামনে নেই কোলাহল। সব যেন পরিণত হয়েছে মরুভূমিতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ফাঁকা করে দিয়েছে পৃথিবী! কোভিড-১৯ ঠেকাতে বিভিন্ন দেশ এখন লকডাউনে। এ কারণে বিশ্বের ব্যস্ত সব শহর ও পর্যটন স্পট জনশূন্য।
কক্সবাজার সমুদ্র সৈকত হয়ে পড়েছে জনমানবহীন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরে ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড বন্ধ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত রোডিও ড্রাইভ সড়কে সুনসান নীরবতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ ‘ঘরে থাকুন’ জারির প্রথম দিন নিউ ইয়র্কের ম্যানহাটান শহরের একটি সড়কের চিত্র
* ইতালির মিলান শহরের পিয়াৎজা দুয়োমো তথা ক্যাথেড্রাল স্কয়ার প্রায় ফাঁকা।
ফ্রান্সের রাজধানী প্যারিসের স্মৃতিস্তম্ভ আর্ক দে ত্রিওম্ফের সামনে সাইক্লিস্টের কাগজপত্র দেখছেন একজন পুলিশ কর্মকর্তা
ফিনল্যান্ডে দক্ষিণ-পশ্চিমে তামপেরে শহরে যেন কেউ নেই
হংকং ডিজনিল্যান্ড গত ২৬ জানুয়ারি থেকে বন্ধ রয়েছে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের সামনে ফাঁকা সড়ক পার হচ্ছেন মাস্ক পরা একজন
দিল্লির কনাট প্লেসে ছবি তোলার জন্য বেশিরভাগ সময় মানুষের ভিড় থাকে। কিন্তু এখন শুধুই কবুতরদের রাজত্ব
দিল্লির বিখ্যাত সফদার জং সমাধি জনশূন্য
করোনাভাইরাসের বিস্তার রোধে ফাঁকা মক্কার গ্র্যান্ড মসজিদ
দুবাইয়ে একটি সৈকত জনশূন্য। সংযুক্ত আরব আমিরাতে পার্ক ও সৈকতসহ সব পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র বন্ধ
লেবাননে জরুরি অবস্থা চালুর পর সিডন শহরে উপকূল ঘেঁষা পথে হাঁটছেন হাতেগোনা কয়েকজন
অস্ট্রেলিয়ার সিডনি শহরের ম্যানলি বিচে ‘সৈকত বন্ধ’ সাইনবোর্ড
সূত্র: বাংলা ট্রিবিউন
বার্তা বিভাগ প্রধান