সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ারা খাতুন (৮৯)। আজ সোমবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয় বলে শামসুদ্দিন হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন।
তিনি জানান, এই নারী শাসকষ্ট, কিডনী ও ডায়াবেটিস রোগে ভোগছিলেন। তার শরীরে করোনার কোন লক্ষন ছিল না বলে তিনি জানিয়েছেন তিনি। আজ সোমবার বেলা ২টার দিকে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এরআগে তিনি একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সেখানে কর্তব্যরত ডাক্তাররা চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মারা যাওয়া এই নারী সিলেট শহরের বাসিন্দা। তবে তার ঠিকানা প্রকাশ করতে রাজী হননি ডা. সুশান্ত।
সূত্র: সিলেটভিউ২৪ডটকম
বার্তা বিভাগ প্রধান