Home » লকডাউন হচ্ছে নগরীর হাউজিং এস্টেট

লকডাউন হচ্ছে নগরীর হাউজিং এস্টেট

সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকাকে লকডাউন করা হতে। সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত যে রোগী পাওয়া গেছে, তিনি ওই এলাকায় বসবাস করেন।

ফলে তার মাধ্যমে অন্যদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়েছে কিনা, এমন শঙ্কা আছে। এ বিষয়টি মাথায় রেখেই হাউজিং এস্টেটকে লকডাউন করার প্রক্রিয়া চলছে।

এ প্রসঙ্গে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, ‘সিলেটে করোনাক্রান্ত রোগী পাওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি হয়তো তার কর্মী কিংবা সশস্ত্র বাহিনীর সদস্যদের দিয়ে কাল (সোমবার) সকালের মধ্যে ওই এলাকা লকডাউন করতে পারেন।’
জানা গেছে, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক সহকারী অধ্যাপক (৪৫) করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় তিনি করোনা পজিটিভ হিসেবে সনাক্ত হন। তার বাসা নগরীর হাউজিং এস্টেটে। তিনি ইবনে সিনা হাসপাতালে রোগী দেখতেন।

সূত্র: সিলেটভিউ২৪ডটকম

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *