Home » ২০০ পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে : এসএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ

২০০ পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে : এসএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ

করোনা ভাইরাস এর কারণে সারা বিশ্বে মহামারি রূপ নিয়েছে। বাংলাদেশেও দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত। করোনা মোকাবিলা করতে সর্বসাধারণকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে সরকার। পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন ঘর থেকে কেউ বের হচ্ছেন কি-না নজরদারি করছে। এতে অসহায়, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ পড়েছেন বিপাকে। এমন দুর্যোগময় মুহূর্তে নিজেদের উদ্যোগে অসহায় মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে এয়ারপোর্ট থানা পুলিশ।

০৫ এপ্রিল রবিবার ২০২০ এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়নে অসহায়দের ঘরে পৌঁছে দেয়া হচ্ছে চাল-ডাল, তেল, পেঁয়াজ, রসুন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। ২০০ পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ।

সেই সঙ্গে অনুরোধ করা হচ্ছে, কেউ বাসা থেকে বের হবেন না। নিরাপদ থাকতে ও অপরকে রাখতে এখন বাড়িতে থাকার বিকল্প নেই।

 এয়ারপোর্ট থানার এসি প্রবাস কুমার সিংহ বলেন, করোনা ভাইরাসের কারণে কেউ ঘর থেকে বের হতে পারছেন না। এতে অসহায় মানুষ বিপাকে পড়েছেন। অনেকের বাড়িতে খাবার নেই। তারা খাবে কি? মানুষের এমন অবস্থা দেখে সবাই মর্মাহত। কিন্তু বেঁচে থাকতে গেলে বাড়িতে থাকার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে থানা নিজেদের টাকায় প্যাকেজ আকারে কিছু খাদ্য অসহায়দের বাড়ি পৌঁছে দিয়েছি। গতকাল শনিবার রাতে থানার ওসি প্রায় ৩০টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে আসেন। আজ আমি নিজে গিয়ে আরো ৩০টি পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে আসি এর ধারাবাহিকতায় অব্যাহত থাকবে। এই মুহূর্তে সমাজের সব বিত্তবান মানুষের উচিত অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *