বালাগঞ্জের মাটি শীতল পাটির ঘাটি। দূর্যোগ কালে অসহায়দের সহযোগীতা করা সবার কর্তব্য। সেই ধারাবাহিকতায় গালিমপুর গ্রামের রিংকু দাস এর পরিবারের পক্ষ থেকে ৪ এপ্রিল ২০২০ শনিবার দুপুরে গ্রামের ৬০ পরিবারের পাশে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী ভিতরণ করেন।
এ সময় উপস্হিত ছিলেন গালিমপুর গ্রামের দিগেন্দ্র দাস, রতন দাশ রিতন, রসরাজ দাস, ধনঞ্জয় দাস ধনু, বাবলু দাস,প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রাজু দাস, নিউটন দাস, এফিআই দুলাল দাস, সার্ভেয়ার রুপক দাস, লিপটন দাস, পুলক দাস, অমর দাস,
বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা বেভুল দাস, পার্থ দাস, রনি দাস, নিউটন দাস,।ইউনিয়ন ছাত্রনেতা ভিশন দাস, অমিত দাস, টিটু দাস, রবিন দাস প্রমুখ।
নির্বাহী সম্পাদক