করোনাভাইরাস সংক্রমণে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে। বিশ্বে বর্তমানে আক্রান্ত প্রায় ১১ লক্ষ। এরমধ্যে প্রায় ৪০ হাজার মানুষ রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।
বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫৯ হাজার ১৫৯ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এর সংক্রমণে মারা গেছেন ৫,৯৭৩ জন। সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ৯৮ হাজার ৩৮৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯৪১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ২৮ হাজার ৪০৫ জন।
বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮ লক্ষ ১০ হাজার ৪৬০ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৩৯ হাজার ৪৩৯ জন।
করোনায় মৃত্যুর মিছিল প্রতিদিনই দীর্ঘতর হচ্ছে। একদিন আগে সর্বোচ্চ মৃত্যু ছিলো ফ্রান্সে, রাত পোহাতেই দেখা গেলো যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। দেশটিতে একদিনে রেকর্ড ১৩২১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭,৩৯২ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার ১৬১ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ২৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ২৮৪ জন।
একদিনেই প্রায় ৩৩ হাজার মানুষ সংক্রমিত হওয়ায় হিমশিম খাচ্ছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। শুধু নিউইয়র্কেই সংক্রমিত হয়েছে লক্ষাধিক মানুষ। আগামী এক সপ্তাহ ভীষণ সংকটময় সময় পার করতে হবে বলে সতর্ক করেছেন নিউইয়র্কের মেয়র।
এদিকে, ইতালিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৮১ জনের। গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৭৬৬ জনের। সেখানে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৮২৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৫৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন।
অন্যদিকে, ফ্রান্সে বৃহস্পতিবার (২রা এপ্রিল) রেকর্ড ১৩৫৫ জনের মৃত্যুর পর গত ২৪ ঘন্টায় (শুক্রবার) ১১২০ জনের মৃত্যু হয়েছে। সেখানে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৬ হাজার ৫০৭ জনের। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৩৩ জন। আর এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ হাজার ৩৩৮ জন।
এছাড়া, স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১১ হাজার ১৯৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৫০ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ১৯৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩০ হাজার ৫১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৩৪ জন।
তাছাড়া, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় ৩৬০৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন ৬৮৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৬০৫ জন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে এখনও কোভিড-১৯ এর উপসর্গ রয়েছে।
এক সপ্তাহের কোয়ারেন্টিন শেষ হলেও চিকিৎসকদের পরামর্শে আরও কিছুদিন ঘরে থাকবেন তিনি। যুক্তরাজ্যের প্রিন্স চার্লসও ৭ দিনের কোয়ারেন্টিন শেষ করেছেন। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আক্রান্তদের চিকিৎসায় লন্ডনে ৪ হাজার শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল উদ্বোধন করেন তিনি। আর, ১৪ দিনের স্বেচ্ছা কোয়েরেন্টিন শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল।
আর সিঙ্গাপুরে আগামী এক মাস সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থল বন্ধ রাখা হবে। আগামী ৮ই এপ্রিল থেকে দেশটির সব স্কুলে অনলাইনে ক্লাস নেয়া হবে। অপরদিকে, দীর্ঘ দুই মাস লকডাউনে থাকার পর করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেইয়ের উহান স্বাভাবিক হতে শুরু করেছে। আগামী ৮ই এপ্রিল থেকে আবারও শহরের বাইরে বের হতে পারবেন উহানবাসী।
বাংলাদেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬১ জন। আর, দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬ জন।