করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ কারী ১৩ বছর বয়সী এক কিশোরের দাফন হয়েছে শুক্রবার। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পরিবারের কোন সদস্যই এই কিশোরের জানাযায় অংশ নিতে পারেননি। কারণ তার অপর দুই ভাইও করোনায় আক্রান্ত।
সোমবার সাউথ লন্ডনের ব্রিক্সটনের বাসিন্দা কিশোর ইসমাইল মোহাম্মদ আব্দুলওয়াহাব কিংন্স কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে।
তার মা সহ পরিবারের ৬ সদস্যকে জোরপূর্বক সেলফ আইসোলেশনে দেয়া হয়েছে। তবে তাদের পরিবারের এক বন্ধু বিবিসিকে জানিয়েছেন, তাদেরকে লাইভ স্ট্রিম এর মাধ্যমে জানাযার দৃশ্য দেখানো হয়।