Home » বিরামপুরে জ্বর-সর্দি নিয়ে যাওয়া ব্যক্তির করোনা ধরা পড়েনি

বিরামপুরে জ্বর-সর্দি নিয়ে যাওয়া ব্যক্তির করোনা ধরা পড়েনি

জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে গত সোমবার মারা যাওয়া দিনাজপুরের বিরামপুর উপজেলার ওই যুবকের শরীরে করোনা ধরা পড়েনি। ওই ফরহাদ হোসেন (৩০) নামে ওই যুবক মারা যাওয়ার পর যাদের কোয়ারেন্টিনে নেওয়া হয়েছিলো তাদের সবাইকে মুক্ত করা হয়েেছ। ফরহাদের শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষার পর এই তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।আইইডিসিআরের প্রতিবেদনের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী।তিনি বলেন, ‘মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। এর আগে যে সব চিকিত্সকগণের কাছে তিনি চিকিত্সা নিয়েছিলেন তাঁদেরসহ ওই এলাকার প্রায় ৫০টি বাড়িকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ প্রদান করা হয়েছিল। যুবকের শরীরে করোনা ধরা না পড়ায় তাদের সবাইকে মুক্ত করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *