Home » করোনার উপসর্গ নিয়ে সিলেটে হাসপাতালে একজন ভর্তি

করোনার উপসর্গ নিয়ে সিলেটে হাসপাতালে একজন ভর্তি

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই পর্যন্ত ৬১ জন। এর মধ্যে মহামারী এ ভাইরাস কেড়ে নিয়েছে ৬ জনের প্রাণ। সিলেটে এখন পর্যন্ত করোনা আক্রান্ত কেউ পাওয়া যায়নি। করোনাভারাসের নানা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক ব্যক্তি সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই রোগীকে হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শনিবার তার নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে।

জানা গেছে, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি ছিলেন মোট দুই জন। আজ শুক্রবার একজন পুরুষের রিপোর্ট সিলেটে এসেছে । তার শরীরে করোনা ধরা পড়েনি।  হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে নতুন করে এক পুরুষ করোনা সন্দেহে ভর্তি হওয়ায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পুণরায় দুই এ। এছাড়া হাসপাতালে ভর্তি অপর একজন নারীর অবস্থা কিছুটা আশঙ্কাজনক। এই নারীর পরীক্ষার রিপোর্ট আজ রাতে (শুক্রবার) অথবা আগামিকাল সিলেটে চলে আসতে পারে।  এরপর জানা যাবে আশঙ্কাজনক এই নারী করোনা আক্রান্ত কি-না।

সূএ: সিলেটভিউ২৪ডটকম

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *