বুধবার (১ এপ্রিল) নিউইয়র্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
এই গায়ক ও গীতিকারের ব্যক্তিগত আইনজীবী জোস গ্রিয়ার মার্কিন সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
অ্যাডাম ১০বার এমি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন। আর পুরস্কার জিতেছেন তিনবার। এছাড়া তিনি পেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ডও।
টম হ্যাঙ্কস পরিচালিত ‘দ্যাট থিং ইউ ডু’ সিনেমায় গান লিখে ১৯৯৭ সালে মনোনীত হয়েছেন অস্কারে।
নিজের ব্যান্ড ‘ফাউন্টেইনস অব ওয়েইন’ এবং টেলিভিশন শো ‘ক্রেজি এক্স-গার্লফ্রেন্ড’-এর জন্য বেশ জনপ্রিয় ছিলেন অ্যাডাম।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে অস্কারজয়ী অভিনেতা-নির্মাতা টম হ্যাঙ্কস টুইটারে লেখেন, কোভিড-১৯ এর কারণে অ্যাডামকে হারালাম। বিষয়টি আমাকে কষ্ট দিচ্ছে।
করোনাভাইরাসের থাবায় এর আগে মৃত্যুবরণ করা তারকারা হলেন ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজির অভিনেতা অ্যান্ড্রু জ্যাক, জাপানি কৌতুক অভিনেতা কেন শিমুরা, আমেরিকান অভিনেতা মার্ক ব্লাম, আমেরিকান কান্ট্রি সংগীতশিল্পী জো ডিফি, টনি অ্যাওয়ার্ডস ও এমি জয়ী চিত্রনাট্যকার টেরেন্স ম্যাকন্যালি, ক্যামেরুনের স্যাক্সোফোন কিংবদন্তি মানু দিবাঙ্গো।