ফেসবুক কর্ণার:
আজকে গোটা জাতি মহাক্রান্তিকাল অতিক্রান্ত করছে। জাতির এই দূর্যোগঘন মূহুর্তে বিশেষ করে মেম্বার, চেয়ারম্যান ও এমপিদের এগিয়ে আসা একান্ত প্রয়োজন।
আমি আমার এলাকার কথা বলছি, ভোটের সময় এই জনপ্রতিনিধিরা জনগণের পায়ে ধরে সালাম করে কত কাকুতি মিনতি, তাল-বাহানা করে ভোট আদায় করেছেন। এখন তারা কোথায় হারিয়ে গেছেন লোক-চোখের অন্তরালে চলে গেছেন।
আরও বলতে শুনি, এখন দেখা করা যাবে না!!
ভোটের সময় দেখেছি, তাদের মলিন চেহারাও লিকলিকে অবস্থা। এখন দেখি একেবারে মোটাতাজা গরুর মত হয়ে গেছে।কি বড়ি খাইয়ে আল্লাহই জানে বেয়াক্কেল কোথাকার!!
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের পর বছর গোটা দেশে অনুদান দিয়ে থাকেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।
সেখানে কতিপয় জনপ্রতিনিধি ভাগ বসিয়ে এত মোটাতাজা হয়েছে নয় কি?
মাননীয় নেত্রী সারাদেশে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।পারলে তারা এখানেও ভাগ বসাতে পারেন!
সাধু সাবধান!!
যে সকল জনপ্রতিনিধি এই রকম কর্মকান্ড করবে ঘরের দরজায় তাদের নাম দিয়ে নিচে লিখে দেবেন “কুকুর থেকে সাবধান।”
আল্লাহ সহায় হোন।
মোহাম্মদ হোসাইন (বিএ)
সম্পাদক
দৈনিক আপনকন্ঠ।
নির্বাহী সম্পাদক