গত ৩১ মার্চ ও ১ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের করোনা টেস্ট ল্যাবে স্যাম্পল টেস্টের জন্য জমা করা কোন রিপোর্টেই করোনা ভাইরাস জীবাণু ধরা পড়েনি। বিশ্বস্ত একটি সুত্র সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
সুত্র আরো জানায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের বিধিনিষেধ থাকায় কতজনের করোনা ভাইরাস স্যাম্পল টেস্ট করা হয়েছে তা বলা যাচ্ছেনা। টেস্টের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর ছাড়া অন্য কেউ প্রকাশ করার এখতিয়ার নেই। সুত্র থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজার মেডিকেল কলেজে করোনা জীবাণু টেস্টের বিভিন্ন সংখ্যা প্রচারের বিষয়ে জানতে চাইলে সুত্রটি বলেন, এটা সঠিক নয়। যথাযথ কর্তৃপক্ষের রেফারেন্স ছাড়া কেউ মনগড়া সংখ্যা প্রচার করলে এই সংকটে মানুষ আরো বিভ্রান্ত হবেন বলে উল্লেখ করে সুত্রটি এ ধরনের ভিত্তিহীন প্রচার থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানান।