বৃহস্পতিবার কোভিড -১৯ নিয়ে রাজ্যগুলির সমস্ত মুখ্যমন্ত্রীর সাথে একটি ভিডিও সম্মেলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এর আগে, প্রধানমন্ত্রী ২০ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেছিলেন।
করোনা পরিস্থিতি পর্যালোচনায় ফের বৃহস্পতিবার সকাল ১১ টায় ১০ রাজ্যের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
জানা গিয়েছে, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন না। তবে তার পরিবর্তে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যসচিব ।
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন রাজ্যের বিজেপি নেতারা। তারা বলেন,করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা নিজে থাকছেন না। তার পরিবর্তে নাকি থাকবেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। তবে বৈঠকের আগেই করোনা মোকাবিলায় মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে ২৫ হাজার কোটি টাকা অনুদান চাইলো রাজ্য সরকার।
নির্বাহী সম্পাদক