দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও বাজার ও পাগলা বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার(৩০ মার্চ) দুপুরবেলা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মীর নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই তরিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে নিয়মিত ভাবে বাজার মনিটরিং অব্যাহত আছে। আজ তারই অংশ হিসাবে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করিয়াছি। তাছাড়া বাজারে যাহাতে অথযা লোকজন না আসে সতর্ক করেছি।