Home » বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে পথশিশুদের নতুন কাপড় ও খাবার বিতরণ

বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে পথশিশুদের নতুন কাপড় ও খাবার বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় রবিবার সকাল থেকে উপজেলা সদরে থাকা পথশিশুরদের নিয়ে এমনই এক মহতি উদ্যোগ গ্রহন করে থানা পুলিশ। করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিত দূরত্ব বজায় রাখার জন্য উপজেলা সদরে যখন লোকসমাগম কম থাকায় ও খাবারের বেশ অভাব থাকায় পথশিশুদেরকে কিছুটা আনন্দ দিতে এই উদ্যোগটি গ্রহন করে বিশ্বনাথ থানার পুলিশ।

প্রথমেই সাবান দিয়ে হাত ধোয়া,এরপর চুলকাটা শেষে সাবান দিয়ে গোসল ও কাপড় ধোয়া। রোদে বসে ভিজা কাপড় শুকানো। সকলের মধ্যে নতুন কাপড় বিতরণ ও পরিধান। একত্রে দুপুরের খাবার খাওয়া। সবশেষে সবাই মিলে গ্রুপ ছবি তুলে যার যার বাড়িতে ফেরা।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, আমাদের সমাজে থাকা পথশিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে ও তাদেরকে কিছুটা আনন্দ দিতেই থানা পুলিশের উদ্যোগে এর আয়োজন করা হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সমাজই উপকৃত হত।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *