Home » রাতে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিলেন ডিসি ও মেয়র

রাতে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিলেন ডিসি ও মেয়র

সুনামগঞ্জে করোনা পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে সুনামগঞ্জ পৌরসভার ইকবাল নগর এলাকায় বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার মাধ্যমে জেলাটিতে এ কার্যক্রম শুরু হয়েছে।

কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। এ সময় পৌর মেয়র নাদের বখত উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সহায়তায় এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফরিদুল হক, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সুয়েব চৌধুরী, আ.লীগ নেতা লিটন সরকার, ছাত্রলীগ নেতা তারেক।

পৌর মেয়র নাদের বখত বলেন, সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে, এতে হতদরিদ্রর কিছু মানুষ সমস্যায় পড়েছেন। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে থাকার। আমাদের সর্বোচ্ছ চেষ্টা থাকবে, কোনো মানুষ যাতে কষ্টে না থাকে।

জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, আমরা করোনা পরিস্থিতি ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। এ কার্যক্রম শুরু হয়েছে, মানুষ নিরাপদে ঘরে থাকুক, ত্রাণ সামগ্রী ঘরে পৌঁছে দেয়া হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *