কাতারে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১ জন। করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত ব্যক্তিটিই বাংলাদেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, কাতারে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সী একজন রোগীর মৃত্যু হয়েছে এবং তিনি বাংলাদেশের নাগরিক। তিনি অন্যান্য রোগেও ভুগছিলেন। এ খবরে কাতারে কর্মরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দেশটির স্বাস্থ মন্ত্রণালয় আরও জানায়, কাতারে সর্বশেষ একদিনে আক্রান্ত হয়েছে ২৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯০-এ
মৃত বাংলাদেশির ঘনিষ্ঠ একজন জানান, ওই বাংলাদেশি ৩৫ বছর ধরে কাতারে থাকেন। সর্বশেষ গত ৬ ডিসেম্বর তিনি বাংলাদেশ থেকে কাতারে পৌঁছান। তাঁর চার ছেলেমেয়ে আছেন। গত ২৪ ঘন্টায় কাতারে ২ জন করোনা শনাক্ত রোগী সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৫ জন।
বার্তা বিভাগ প্রধান