বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় দেশের গণমাধ্যমে এনিয়ে ‘গুজব’ ছাড়ানো হচ্ছে কি না, তার তদারকি করার আদেশ বাতিল করেছে তথ্যমন্ত্রনালয়।
এর আগে গত ২৪মার্চ দেশের ৩০টি বেসরকারি টেলিভিশন ‘মনিটরিং’ করতে মন্ত্রণালয়ের ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এই আদেশ জারি করেছিলেন তথ্য মন্ত্রণালয়। পরে গণমাধ্যমকর্মীদের সমালোচনার মুখে এই আদেশ বাতিল করেছে তথ্যমন্ত্রনলায়।
এই প্রেক্ষিতে আজ তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলমের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, গুজব মনিটরিং করার জন্য জারিকৃত পত্রে ভুল ভ্রান্তি থাকায় আদেশটি বাতিল করা হলো।
তবে সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রচার মাধ্যমে করোনা ভাইরাস বিষয়ে কোনো গুজব বা ভুল তথ্য প্রচার করা হচ্ছে কি-না তা পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রচার মাধ্যমকে সহায়তায় মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হয়েছে। উক্ত সেলের দায়িত্ব সঠিকভাবে পালনে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশও দেয়া হয়।
বার্তা বিভাগ প্রধান