Home » বাংলাদেশ নতুন করে আর ৫ জনের শরীরে করোনা শনাক্ত

বাংলাদেশ নতুন করে আর ৫ জনের শরীরে করোনা শনাক্ত

বাংলাদেশ নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন,আইইডিসিআরের হটলাইন নম্বরে গত ২৪ ঘণ্টায় কলের সংখ্যা ৩ হাজার ৩২১। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি ১২৬ জনের। সর্বমোট পরীক্ষার সংখ্যা ৯২০। এই ১২৬ জনের মধ্যে গত ২৪ ঘণ্টায় আমরা আরও পাঁচজনের মধ্যে কোভিড-১৯-এর সংক্রমণ পেয়েছি। সর্বমোট রোগীর সংখ্যা এখন ৪৪।

নতুন রোগীদের বর্ণনা দিতে গিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, ‘যে পাঁচজন নতুন রোগী পেয়েছি, তার মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন, তিনজনের আগেই শনাক্ত হওয়া রোগীর সংস্পর্শে আসার ইতিহাস রয়েছে, একজনের ক্ষেত্রে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। তিনি কার কাছ থেকে এই সংক্রমণ হয়েছে, সেই তথ্যটি এখনো আমাদের হাতে আসেনি, আমরা এটার বিস্তারিত অনুসন্ধান করছি।

ফ্লোরা বলেন, নতুন পাঁচজন রোগীর সবাই পুরুষ। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, একজন আছেন ষাটোর্ধ্ব। এদের মধ্যে ‍মৃদু উপসর্গ রয়েছে। তাছাড়া আগে যারা চিহ্নিত হয়েছিলেন, তারা সবাই স্থিতিশীল রয়েছেন।”

মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, এই ৪৪ জনের মধ্যে মোট সাতজনের সংক্রমণের উপস্থিতি আর ছিল না, গত ২৪ ঘণ্টায় আরও চারজনের শরীরে কোভিড-১৯-এর সংক্রমণ আর নেই। তার মানে ৪৪ জনের মধ্যে ১১ জন এরই মধ্যে সুস্থ হয়ে গেছেন। এর আগে পাঁচজনের কথা আমরা জানিয়েছিলাম, যারা আমাদের ছেড়ে চলে গেছেন। বাকিরা সবাই হাসপাতালে অথবা বাড়িতে আছেন। কারণ তাদের সবারই অসুস্থতার লেভেলটা মৃদ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *