Home » সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেই জনসমাগম

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেই জনসমাগম

৩০ লাখ মানুষের প্রাণ এবং ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ)।

প্রতিবছর এই দিনে সিলেটের লাখো মানুষ বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসতেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। দিনব্যাপী হত সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

কিন্তু এবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেই সেই জনসমাগম। ফুল নেই, মানুষের কোলাহল নেই, নেই মাইকের আওয়াজও। এ যেন এক অচেনা পরিবেশ।

চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় দেশের সকলস্থানে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গৃহীত এই সিদ্ধান্তের ফলে সিলেটেও স্থগিত করা হয়েছে দিবসটি নিয়ে আয়োজিত কর্মসূচীসমূহ।

এ পরিস্থিতিতে ঘোষিত কর্মসূচী স্থগিত করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

এছাড়া সিলেটে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদের বিভিন্ন অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *