আজ ২৬শে মার্চ। মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহংকারের দিন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা-বোনের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা।
রক্তে রাঙ্গা এ আত্মত্যাগে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। রণাঙ্গনের মুক্তিকামী সেই বীর বাঙালির জন্য রইল শ্রদ্ধার সালাম ও অশেষ কৃতজ্ঞতা।
করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রেক্ষিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের কোনো কর্মসূচি থাকছে না।সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এডভোকেট নাসির উদ্দিন খান (সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগ)