Home » মৌলভীবাজারে যুক্তরাজ্যফেরত বৃদ্ধার মৃত্যু, ৫ বাড়ি লকডাউন

মৌলভীবাজারে যুক্তরাজ্যফেরত বৃদ্ধার মৃত্যু, ৫ বাড়ি লকডাউন

মৌলভীবাজারে যুক্তরাজ্যফেরত এক বৃদ্ধার মৃত্যুতে তার বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। রোববার সকালে সদর হাসপাতালে ৬০ বছর বয়সী ওই নারী মারা যান। এ খবর পেয়ে সোমবার (২৩ মার্চ) দুপুরে তার বাড়ি ও আশপাশের চারটি বাড়ি লকডাউন করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, এক মাস আগে লন্ডন থেকে দেশে ফেরেন ওই বৃদ্ধা। রোববার সকালে হৃদরোগের কথা বলে ওই বৃদ্ধাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরীক্ষা না করেই তাড়াহুড়ো করে তাকে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নেন স্বজনরা। সেখানে ইসিজি করে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন তারা। ক্লিনিক থেকে মরদেহ বাড়িতে নিয়ে গোপনে দাফন করা হয়।

প্রতিবেশীরা অভিযোগ করেছেন, ওই বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এজন্য গোপনে দাফন করেছেন স্বজনরা। মৃত্যুর ৩৬ ঘণ্টা পর খবর পেয়ে বৃদ্ধার বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, ওই বৃদ্ধার মৃত্যু নিয়ে অভিযোগ উঠলে সোমবার সকালে জরুরি বৈঠকে বসেন সিভিল সার্জনসহ মৌলভীবাজারের করোনা প্রতিরোধ কমিটি। সভার সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি বাড়ি লকডাউন করা হয়।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহিদ আহমদ বলেন, এ বিষয়ে এখন নিশ্চিত করে কিছু বলতে পারব না। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ বিষয়ে নিশ্চিত হয়ে পরে জানানো হবে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেছেন, বৃদ্ধার মৃত্যুর পর তার বাসাসহ পাঁচটি বাসা লকডাউন করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *