আগামীকাল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সিলেট নগরীর সকল মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভয়ংকর করোনাভাইরাসের সংক্রমণ থেকে সিলেটের মানুষকে বাচাতে নগরীর ব্যবসায়ীরা সকল মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
বিষয়টি এখন সিলেটকে নিশ্চিত করেছেন আল হামরা মাকেট সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
তিনি জানান, আগামী শনিবার থেকে যথারীতি মার্কেট খোলা থাকবে। ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আজ রোববার নগরীর ব্যবসায়ীদেরকে মাকেট বন্ধ করার জন্য আহবান জানান।
তার আহবানে সাড়া দিয়ে আল হামরা মিলেনিয়াম, ব্লু-ওয়াটার,মধুবনসহ নগরীর গুরুত্বপূর্ণ বড় বড় মার্কেটের ব্যবসায়ীরা বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেন।
বার্তা বিভাগ প্রধান