Home » গোলাপগঞ্জে ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জে ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির অভিযোগে ভ্রাম্যমান আদালত উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ ও বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারে পৃথক অভিযান চালিয়ে ১২ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা করেছে । শনিবার (২১ মার্চ) এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শবনম শারমিন।

এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শবনম শারমিন জানান, হেতিমগঞ্জ ও আছিরগঞ্জ বাজারে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে বিক্রির দায়ে ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, করোনাভাইরাসকে পুজি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন বৃদ্ধি করতে না পারে সেজন্য আমাদের অভিযান চলমান থাকবে। তিনি আরো জানান, মূলত মানুষের মাঝে যেন আলাদা আতঙ্ক কাজ না করে এবং কেউ যেন আতংকিত হয়ে পণ্য দ্রব্য অধিক গুদামজাত করতে না পারে সে বিষয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সচেতনতা তৈরিই আমাদের মূল লক্ষ্য।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *