Home » আজ মধ্যরাত থেকে আন্তর্জাতিক ৪টি ছাড়া সব ফ্লাইট বন্ধ

আজ মধ্যরাত থেকে আন্তর্জাতিক ৪টি ছাড়া সব ফ্লাইট বন্ধ

করোনাভাইরাসের কারণে চারটি ফ্লাইট ছাড়া দেশের সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই চলাচল বন্ধ থাকবে।

সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে চীন, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও হংকং ছাড়া মধ্যরাত থেকে দেশের সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

চারটি ছাড়া ১০ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করছে বাংলাদেশ। দেশগুলো হচ্ছে- কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এসব দেশ থেকে কোনো ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে না।

এ সংক্রান্ত নোটিশ টু এয়ারম্যান (নোটাম) জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নোটিশে ২১-৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে বিশ্বের ১৮টি রুটে ফ্লাইট পরিচালনা করতো। এসব রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট ছিল ২১৮টি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *