Home » ভারতে সুনামির রূপ নিতে পারে করোনা, ৩০ কোটি মানুষ আক্রান্ত হওয়ার শঙ্কা

ভারতে সুনামির রূপ নিতে পারে করোনা, ৩০ কোটি মানুষ আক্রান্ত হওয়ার শঙ্কা

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য গবেষণা সংস্থা সেন্টার ফর ডিজিজ ডায়নামিকস, ইকোনমিকস অ্যান্ড পলিসি (সিডিডিইপি) ভারতে করোনাভাইরাসের বিস্তার নিয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছে। তাদের দাবি, ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের সুনামি বয়ে যেতে পারে। এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে সিডিডিইপি। সংস্থাটির পরিচালক রামানান লক্ষ্মীনারায়ণ বলেছেন, দেশটিতে ৩০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। তাদের মধ্যে ৪০ থেকে ৫০ লাখ মানুষের অবস্থা আশঙ্কাজনক হতে পারে। খবর বিবিসির।

বলা হচ্ছে, শিগগিরই করোনাভাইরাস সংক্রমণের সুনামির মুখোমুখি হতে পারে ভারত।  যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে যে ধরনের গাণিতিক মডেল প্রয়াগ করা হয়েছে; একই মডেল যদি ভারতে প্রয়োগ করা হয় তাহলে দেশটিতে ৩০ কোটি মানুষ করোনা সংক্রমিত হতে পারেন। আক্রান্তদের মধ্যে ৪০ থেকে ৫০ লাখ মানুষের অবস্থা মারাত্মক হতে পারে। যদিও প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তারের গতিতে লাগাম টানতে ভারত ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা করোনাভাইরাসের পরীক্ষা খুব অল্প মানুষের করায় অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ২০৬ জন। এছাড়া এই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৫ এবং সুস্থ হয়ে উঠেছেন ২০ জন। চীনের উহান থেকে উৎপত্তি এই ভাইরাস বর্তমান বিশ্বের ১৭৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ফলে গোটা বিশ্বেই বিরাজ করছে চরম আতঙ্ক। প্রাণঘাতী এই ভাইরাসে বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৮ জনের। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজার ৪৩৭ জন।

সৌজন্যে : বিডি প্রতিদিন

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *