Home » করোনা : দূরত্ব বজায় রেখে মদের দোকানের সামনে লাইন

করোনা : দূরত্ব বজায় রেখে মদের দোকানের সামনে লাইন

অনলাইন ডেস্ক

: করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি একে অন্যের সঙ্গে নিরাপদ তিন ফুট দূরত্ব বজায় রাখতে বিশ্বব্যাপী পরামর্শ দেয়া হয়েছে। করোনার থাবায় বিশ্বের অনেক দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলেও কর্মক্ষেত্রে ও একই পরিবারের সদস্যদের এই দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে।

আর এ দূরত্ব বজায় রাখতে বিশ্বব্যাপী অনেককেই সচেতন দেখা গেছে। তবে এবার বিরল ঘটনা ঘটল ভারতের কেরালা প্রদেশে। সেখানে এক মদের দোকানের সামনে নিরাপদ দূরত্বে লাইনে দাঁড়িয়ে মদ কিনছেন অনেকে। করোনার প্রাদুর্ভাবে মদ পান করা না ছাড়লেও সচেতন হয়েছেন ঠিকই।

আর মদের দোকানের সামনে এমন ঘটনাকে সাধুবাদ জানিয়েছে অনলাইন ব্যবহারকারীরা। দূরত্ব বজায় রেখে সচেতনতা প্রদর্শনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তারা।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২ লাখ ৫৩ হাজার ৯২৭ জন আক্রান্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ১০ হাজার ৪০৬ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৮৯ হাজার ৭০ জন। এ ভাইরাসে ভারতে এখন পর্যন্ত ২২৩ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৫ জনের। এদিকে বাংলাদেশে ২০ জন আক্রান্ত এবং একজনের মৃত্যু হয়েছে।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *