অনলাইন ডেস্ক: মক্কার মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববির বাইরের প্রাঙ্গণে নামাজ আদায় ও ঢুকতে বারণ করে দিয়েছে সৌদি আরব। শুক্রবার জুমার দিনে বিশেষ করে এটা কর্যকর করা হবে।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে আল-আরাবিয়াহর খবরে জানা গেছে। শুক্রবার সকালে জেনারেল প্রেসিডেন্সি অব গ্রান্ড মস্ক অ্যান্ড প্রফেট অ্যাফেয়ার্স এমন ঘোষণা দিয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়, কর্তৃপক্ষ, নিরাপত্তা ও স্বাস্থ্য সংস্থাগুলো দুই মসজিদের বাইরের প্রাঙ্গণে লোকজনের প্রবেশ ও নামাজ আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২০ মার্চ শুক্রবার থেকে এটা কার্যকর করা হবে।
এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সবার সহযোগিতা চেয়ে আহ্বান জানানো হয়েছে। মুখপাত্র বলেন, ভ্রমণকারীদের সচেতনতা ও সহযোগিতাই এই পদক্ষেপ বাস্তবায়ন সফল করতে পারবে।
প্রাণঘাতী করোনাভাইরাসে বৃহস্পতিবার পর্যন্ত ২৭৪ জন আক্রান্ত হয়েছেন।বাদশাহ সালমান বিন আবদুল আজিজ টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। প্রতিটি নাগরিক ও বাসিন্দা যাতে চিকিৎসা, খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পায়, তা নিশ্চিত করা হবে।
প্রতিনিধি