করোনা ভাইরাস সচেতনতায় দরগাহ হযরত শাহজালাল (রহ.) মসজিদে পাঁচওয়াক্ত নামাজের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দরগাহ মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের পরিচালক ও প্রধান হিসাবরক্ষক মুফতি মোহাম্মদ কয়েছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে প্রতি ওয়াক্ত জামাতের নির্ধারিত সময়ের পনের মিনিট পূর্বে আজান হবে ও তখন মসজিদ খোলে দেয়া হবে এবং নামাজ শেষে মসজিদ বন্ধ করে দেয়া হবে। এজন্য মুসল্লিরা সকল সুন্নত নামাজ নিজ নিজ বাসায় পড়ে আসার জন্য দরগাহ কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।তবে শুধু ফজর এবং জুমআর আজান জামাতের বিশ মিনিট পূর্বে হবে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে আবার যথাসময়ে নামাজ শুরু হবে বলে জানা গেছে।