Home » যুক্তরাজ্যে ভোর থেকে সুপারশপে ভিড়, ৯টা বাজতেই সব শেষ

যুক্তরাজ্যে ভোর থেকে সুপারশপে ভিড়, ৯টা বাজতেই সব শেষ

অনলাইন ডেস্ক

: যুক্তরাজ্যে করোনাভাইরাস আতঙ্কে সুপারশপগুলো খোলার আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে ভোরবেলা থেকে ভিড় করতে দেখা যায় ক্রেতাদের।আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল’র এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের গিল্ডফোর্ড শহরের সেইনসবারি’স সুপারশপের বাইরে ভোর ৬টা থেকে ক্রেতাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর সকাল ৯টার মধ্যেই দোকানের সব পণ্য শেষ হয়ে যায়।

করোনাভাইরাসে একের পর এক শহর অবরুদ্ধ (লকডাউন) হয়ে যাচ্ছে। মানুষজনকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। এসব কারণে খাদ্য ঘাটতি হওয়ার আতঙ্কে ক্রেতারা খাদ্য মজুদ করে রাখতে এই ভিড় করেন বলে জানা যায়।

যদিও যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও স্থানীয় বিষয়ক মন্ত্রী জোর জর্জি ইউস্টিস জানান, যুক্তরাজ্য জুড়ে খাদ্যের কোনো অভাব নেই। সুপারশপের সামনে ভিড় দেখা দিয়েছে আতঙ্কিত ক্রেতাদের কারণে।

সকালে ৯টার মধ্যে সুপারশপে পণ্য শেষ হয়ে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী সংসদে জোর দিয়ে বলেন, ‘খাবারের কোনো ঘাটতি নেই। ক্রেতাদের বেশি কেনাকাটা করায় দোকানের তাকে খাবারের সাজানোর সময় পাওয়া যায়নি।’

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইট অনুযায়ী, এ পর্যন্ত ১৭৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৯ হাজার ১৪৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৭৯২ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *