Home » খেলোয়াড়দের বাসায় থাকার পরামর্শ বিসিবির

খেলোয়াড়দের বাসায় থাকার পরামর্শ বিসিবির

করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এখন পর্যন্ত এই মরণব্যাধী ভাইরাসে বাংলাদেশেও মারা গেছেন একজন, আক্রান্ত হয়েছেন ১৭ জন।এরইমধ্যে বন্ধ হয়ে গেছে খেলাধুলাও। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) বন্ধ হয়ে যাওয়ায় ক্রিকেটাররা ফিরছেন যে যার বাড়ি।
গত কয়েকদিন ধরে খেলা না থাকলেও খেলোয়াড়রা নিজেদের মতো করে অনুশীলন চালিয়েছেন। তবে গত ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম রাউন্ডের খেলা শেষে ঘোষণা দেয়া হয়েছিল ১৮ ও ১৯ মার্চ লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত।

তবে শেষ পর্যন্ত লিগ বন্ধের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমার মনে হয় না ১৫ এপ্রিলের আগে ক্রিকেট মাঠে ফেরার সম্ভাবনা আছে।খেলা বন্ধের সঙ্গে সঙ্গে বোর্ড প্রধান অনুরোধ করেছেন, খেলোয়াড় কর্মকর্তাদের বাসায় থাকতে।

‘ওটা আপনারা দেখতে পাবেন। প্রতিদিন পরিস্থিতি বদলাচ্ছে। এখন একটা বলব, পরে আরেকটা তা তো হয় না। আমরা নিজেরাই সতর্ক হবো। আপাতত লিগ বন্ধ করেছি। এবং যা করা দরকার করা হবে। এটা শুধু আমাদের জন্য না, সকলের জন্য একতা কথা যে জিনিসটাকে হালকা করে নেওয়ার কোন সুযোগ নেই। কাজেই আমাদের সচেতন হতে হবে। যতটুকু সম্ভব বাসা থেকে না বেরুতে বলা হয়েছে। জরুরী ছাড়া খেলোয়াড় এবং বোর্ডে যারা আছে তাদের বাসা থেকে না বেরুনোর কথা বলা হয়েছে।এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও কাজ করছেন বাসায় থেকেই। এমন নির্দেশ দেয়া হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড থেকেই।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *