দেশে করোনা আক্রান্ত হয়ে প্রথম যে ব্যক্তি মারা যান, তিনি তার ইতালি ফেরত মেয়ের কাছ থেকেই সংক্রমিত হন। পরে তার মেয়ে আবার ইতালি চলে যান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যিনি মারা গেছেন তার বয়স ৭০ বছরের ওপর। তার কিডনি রোগ ছিল, ডায়াবেটিস ছিল, হার্টের রোগ ছিল। নানাবিধ অসুখে ভুগছিলেন তিনি। এরপর হলো করোনা। তার মেয়েই তাকে করোনা দিয়ে ইতালিতে চলে গেছেন।’
প্রবাসীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিদেশে যেসব ভাইবোনেরা আছেন, তারা এই মুহূর্তে দেশে আসবেন না। দেশে এসে আপনারা আপনাদেরই নিকটজন, প্রিয়জনদের বিপদে ফেলছেন, দেশকে ক্ষতি করছেন।’
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখনো ভালো আছি, এখনো নিয়ন্ত্রণে রেখেছি। এই অবস্থা অব্যাহত রাখতে আপনাদের সবার সহযোগিতা চাই আমরা।’
উল্লেখ্য, দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮। আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, নতুন আক্রান্তরা সবাই একই পরিবারের সদস্য। তাদের পরিবারের একজন ইতালি ফেরত।
সূত্র: আমাদেরসময়
প্রতিনিধি