অনলাইন ডেস্ক
: প্রথম অস্থায়ী করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে নিউইয়র্ক সিটির স্ট্যাটেন্ট আইল্যান্ডে। সর্বসাধারণের জন্য টেস্টিং সুবিধাটি বৃহস্পতিবার সকাল থেকে সিভিউ এভিনিউর নিকটবর্তী সাউথ বিহেভিওরাল হেলথ সেন্টারের পার্কিং লটে পাওয়া যাবে।
আমেরিকার ন্যাশনাল গার্ড প্রয়োজনীয় যন্ত্রপাতি গত বুধবার ম্যানহাটনে নিয়ে এসেছে। কেন্দ্রটি চালানোর জন্য তারা প্রস্তুতি নিয়েছে। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। যে কোনো ব্যক্তি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই সেবা গ্রহণ করতে পারবেন।
মেয়র বিল দা ব্লাসিও বলেন, আমি তাদের মেডিকেল দলগুলি পরিচালনা করব। সবার সহযোগিতা চাই। প্রকল্পটি কার্যকরভাবে এবং দ্রুতগতিতে সম্পন্ন করার ক্ষমতা একমাত্র মার্কিন সেনাবাহিনীর আছে।
তিনি বলেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আপনাকে 888-364-3065 নম্বরে যোগাযোগ করতে হবে। শিগগিরই শহরে কিছু ওয়াক-ইন সাইট খোলার পরিকল্পনা রয়েছে। এই কেন্দ্রটি নিউইয়র্ক সিটিতে প্রথম এবং নিউইয়র্ক রাজ্যে তৃতীয় স্থান। অন্য দুইটি হলো নিউ রোশেল, ওয়েস্টচেস্টার কাউন্টি এবং লং আইল্যান্ডের জোন্স বিচে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ২ লাখ ১৯ হাজার ৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৮ হাজার ৯৬১ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫ হাজার ৬৭৩ জন।
বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। চীনের মূল ভূখণ্ডে মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৯২৮ এবং মারা গেছে ৩ হাজার ২৪৫ জন। এরপরেই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ইতালিতে। সেখানে এখন পর্যন্ত ২ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৭১৩ জন।
ইরানে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৬১ এবং মারা গেছে ১ হাজার ১৩৫ জন। স্পেনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭৬৯ এবং মৃত্যু হয়েছে ৬৩৮ জনের।
জার্মানিতে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩২৭ এবং মারা গেছে ২৮ জন। যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৭১ এবং মৃত্যু হয়েছে ১৫৩ জনের।
ফ্রান্সে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৩৪ এবং মারা গেছে ২৬৪ জন। দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৬৫ এবং মৃত্যু হয়েছে ৯১ জনের।
সুইজারল্যান্ডে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১১৫ এবং মারা গেছে ৩৩ জন। যুক্তরাজ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬২৬ জন এবং মারা গেছে ১০৪ জন।
নেদারল্যান্ডে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫১ এবং মৃত্যু ৫৮, অস্ট্রিয়ায় আক্রান্ত ১ হাজার ৬৪৬ এবং মৃত্যু ৪, নরওয়েতে মোট আক্রান্ত ১ হাজার ৫৯১ এবং মারা গেছে ৬ জন।
বেলজিয়ামে আক্রান্ত ১ হাজার ৪৮৬ এবং মারা গেছে ১৪ জন। সুইডেনে আক্রান্ত ১ হাজার ৩০১ এবং মারা গেছে ১০ জন। জাপানে আক্রান্ত ৯১৪ এবং মারা গেছে ২৯ জন। মালয়েশিয়ায় আক্রান্ত ৭৯০ এবং মৃত্য ২।
অস্ট্রেলিয়ায় আক্রান্তের সংখ্যা ৫৯৬ এবং মারা গেছে ৬ জন। কাতারে আক্রান্তের সংখ্যা ৪৫২ এবং সিঙ্গাপুরে ৩১৩, পাকিস্তানে আক্রান্ত ৩০৭ এবং মারা গেছে ২ জন, সৌদি আরবে আক্রান্ত ২৩৮, ফিলিপাইনে আক্রান্ত ২০২ এবং মারা গেছে ১৭ জন। ভারতে আক্রান্ত ১৬৯ এবং মৃত্যু ৩।
অপরদিকে ইরাকে আক্রান্তের সংখ্যা ১৬৪ এবং মৃত্যু ১২, কুয়েতে আক্রান্ত ১৪২, আরব আমিরাতে ১১৩, ওমানে ৩৯, বাংলাদেশে নতুন করে আক্রান্ত ৪ ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৪। এছাড়া এখন পর্যন্ত দেশটিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ জন।
প্রতিনিধি