১৫ মার্চ যুক্তরাজ্য ভ্রমণ শেষে দেশে ফিরেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরান। দেশে ফিরেই তিনি যোগ দিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। এমনকি মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণকালে প্রধানমন্ত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথেও উপস্থিত ছিলেন কামরান।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বিদেশ ফেরতদের ১৪ দিন হোম কেয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সিলেটে এ পর্যন্ত ৬২৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যাদের প্রায় সকলেই প্রবাসী এবং তাদের স্বজন। একইসঙ্গে সকলকেই জনসমাগম এড়িয়ে চলার কথা বলা হয়েছে। বিদেশফেরত কয়কেজন হোম কোয়ারেন্টিনে থাকায় জরিমানাও করেছে প্রশাসন।অথচ যুক্তরাজ্য থেকে ফেরার একদিন পরই প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন কামরান।
মঙ্গলবার নিজের ফেসবুকে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের কিছু ছবি দিয়ে কামরান লিখেন- ‘আওয়ামী লীগ সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দলীয় নেতা কর্মীসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন।’ এসব ছবিতে পেছনের সারিতে কামরানকেও দেখা যায়।
এদিকে আজ বুধবার বিকেলে সিলেট নগরীর রিকাবীবাজারে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষের আলোচনা অনুষ্ঠানেও বিশেষ অতিথির বক্তব্য দেন তিনি। এ অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।এতে বক্তৃতাকালে সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফেরার কথা জানিয়ে কামরান বলেন, বিদেশে থাকলেও আমি সবসময় আপনাদের খোঁজখবর নিয়েছি।
এ অনুষ্ঠানের পর অনেকেই কামরানের সাথে ছবি তুলতে ও করমর্দন করতে দেখা যায়।যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর জনসভায় যোগ দেওয়ার প্রসঙ্গে জানতে বুধবার রাতে বদরউদ্দিন আহমদ কামরানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমে তার সহকারী ফোন ধরে জানান, স্যার সেলুনে আছেন।পরে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে যুক্তরাজ্য যান কামরান। ১৫ মার্চ দেশে ফিরলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় অনুসারীরা জড়ো হয়ে তাকে সংবর্ধনা প্রদান করে। সংবর্ধনার কিছু ছবি ফেসবুকেও শেয়ার করেন কামরান অনুসারীরা।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, সাম্প্রতিক সময়ে বিদেশ সফর করা যে কাউকেই স্বেচ্ছায় কিছুদিন হোম কোয়ারেন্টিনে থাকা প্রয়োজন। সকলের স্বার্থেই বিদেশ ফেরতদের এটি মেনে চলার আহ্বান জানান তিনি।
প্রতিনিধি