বাংলাদেশে প্রথম একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বয়স্ক ওই ব্যক্তি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসহ বিভিন্ন জটিল রোগেও ভুগছিলেন।
বুধবার বিকেলে মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া দেশে আরো চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
বার্তা বিভাগ প্রধান